শোল্লা ইউনিয়ন পরিষদের ইতিহাস এক গৌরবোজ্বল ইতিহাস। ১৯১৯ সালের বঙ্গীয় পল্লী স্বায়ত্বশাসন আইনের আধীনে শোল্লা ইউনিয়ন পরিষদের পূর্বতন নাম ছিল শোল্লা ইউনিয়ন বোর্ড। তৎকালে ইউনিয়ন বোর্ডের প্রাধনকে বলা হত প্রেসিডেন্ট। শোল্রা ইউনিয়ন বোর্ডের প্রথম প্রেসিডেণ্ট ছিলেন আবনী মোহন ঘোষ ওরফে সাহেব বাবু ।প্রথম আবস্থায় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টদের বাড়িতে ইউনিয়ন বোর্ডের কার্যক্রম চলত।মৌলিক গণতন্ত্র আদেশ,১৯৫৯ এর আধীনে শোল্লা ইউনিয়ন বোর্ডের নামকরণ করা হয় শোল্লা ইউনিয়ন কাউন্সিল। তৎকালীন শোল্লা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মো: বোরহান উদ্দিন খান ওরফে চুনী মিয়ার আমলে শোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান দাতা এবং প্রতিষ্ঠাতা নলিনী মোহন ঘোষ এবং শোল্লা ইউনিয়ন বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট অমলা ঘোষের সম্পত্তির উপর বর্তমান স্থানে শোল্লা ইউনিয়ন কাউন্সিল আফিস স্থাপিত হয়। বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে রাষ্ট্রপতির আদেশ নং ৭, ১৯৭২ বলে শোল্লা ইউনিয়ন কাউন্সিলের নামকরণ করা হয় শোল্লা ইউনিয়ন পঞ্চায়েত। রাষ্ট্রপতির আদেশ নং ২২, ১৯৭৩ আনুযায়ী শোল্লা ইউনিয়ন পঞ্চায়েত এর নাম পরিবর্তন করে নামকরণ করা হয় শোল্লা ইউনিয়ন পরিষদ। গত ০৬/০৩/২০১০ ইং তারিখে শোল্লা ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যান মো: মিজানুর রহমান ভূইঁয়া (স্বর্ণ পদক প্রাপ্ত) আমলে শোল্লা ইউনিয়ন কমপ্লেক্স ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আ: মান্নান খান এমপি । শোল্লা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো: ফজলুল হক এর আমলে গত ১৭/০৮/২০১০ ইং তারিখে শোল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন আ: মান্নান খান এমপি। শোল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মানের জন্য পর্যাপ্ত যায়গা না থাকায় কমপ্লেক্স ভবন নির্মানে সংকট দেখা দেয়। এই সংকট উত্তরনে এগিয়ে আসেন শোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য স্বর্গীয় হিমাংশু কুমার চক্রবতী এবং শোল্লা সরকারী প্রাখমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্বর্গীয় আনিল চন্দ্র ঘোষের পরিবার। শোল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন গড়ে তোলার জন্য প্রয়োজনীয় অবশিস্ট যায়গা তারা প্রদান করেন । শোল্লা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মো: মিজানুর রহমান ভূইঁয়া এর আন্তরিক প্রচেস্টায় শোল্লা ইউপি কমপ্লেক্স ভবনের আভিজাত্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। বর্তমান চেয়াম্যান মো: মিজানুর রহমান ভূইঁয়ার ঐকান্তিক প্রচেষ্টা এবং নিরলশ প্ররিশ্রমের ফলে শোল্লা ইউনিয়ন কমপ্লেক্স ভবন টি বর্তমানে একটি অত্যন্ত দৃষ্টি নন্দন সরকারি প্রতিষ্ঠানে রুপ নিয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস